ফেনীতে স্বল্প আয়ের মানুষের নাগালের বাহিরে তেলাপিয়াও
নিজস্ব প্রতিনিধি :
ফেনীতে স্বল্প আয়ের মানুষের নাগালের বাহিরে চলে গেছে তেলাপিয়া মাছও। এক সময় স্বল্প আয়ের মানুষগুলোর ভরসা ছিল তেলাপিয়া মাছ।
বাজারে গিয়ে দেখা যায়, এক সময় গ্রামের হাট বাজার ও শহরের বাজার থেকে নি¤œ আয়ের সাধারন মানুষের ভরসা ছিল কম দামের তেলাপিয়া মাছ কিনে করে কোন রকমে পরিবারের চাহিদা মেটানো। কিন্তুু বিগত কয়েক মাসের ব্যবধানে তেলাপিয়া মাছও দাম বেড়ে নাগালের বাহিরে চলে যায়। এক সময় ১২০ থেকে দেড়শ টাকার মধ্যে তেলাপিয়া মাছ বিক্রি হতো। তা এখন বেড়ে ২০০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
ফেনী বড় বাজারের ব্যবসায়ী আবু তাহের জানান, নিত্যপণ্যের দাম বাড়ার সাথে সাথে সকল জিনিস পত্র যখন দাম বাড়তে থাকে তখনি সকল প্রকার মাছের দামের সাথে তেলাপিয়া মাছের দাম বেড়ে গেছে।
সোনাগাজী উপজেলার মৎস্য চাষী মো: ইউনুস জানান গত কয়েক মাসের ব্যাবধানে মাছের খ্যাদের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ তাই মাছ উৎপাদনে খরচ বেড়ে যাওয়ায় আমরা চাষীরা নিরুপায় হয়ে বেশি দামে মাছ বিক্রি করতে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বড় বাজারের এক ক্রেতা জানান, এক সময় ছেলে-মেয়েদের তেলাপিয়া মাছ এনে কোন রকমে চাহিদা মেটানো যেত কিন্তুু প্রতিকেজি মাছে ১ শ থেকে ১৫০ টাকা বেড়ে যাওয়ায় এখন আয়ের সাথে ব্যায় মিলাতে পারছি না।
জেলা কৃষি বিপনন অধিদপ্তরের কর্মকতা হারন অর রশীদ জানান, বাজারে নিত্যপণ্যের সাথে মাছের খাদ্যের দাম বেড়েছে। তাই উৎপাদনে খরচ মেটাতে চাষীরা বাড়তি দামে মাছ বিক্রি হচ্ছে। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি।