ফেনীতে হামলায় আহত বিএনপির নেতৃবৃন্দের খোঁজ নিলেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
ফেনী | তারিখঃ October 13th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 172 বার
শহর প্রতিনিধি->>
ফেনীতে হামলায় আহত বিএনপির নেতৃবৃন্দের খোঁজ নিয়েছেন বিএনপি জাতীয় কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে শহরের রামপুরে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের বাড়িতে এসে আহত নেতা-কর্মীদের সাথে স্বাক্ষাত করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এসময় রুহুল কবির রিজভী আহমেদ ছাড়াও বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টারি মীর হেলাল ও চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতি মোশারফ হোসেন দৃপ্তি উপস্থিত ছিলেন।
যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমে বলেন, ‘প্রতি ফোঁটা রক্তবিন্দুর বদলা নেওয়া হবে, সবাই প্রতিশোধ নিতে প্রস্তুতি গ্রহণ করুন।
এর আগে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্বাগত জানান ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায় প্রফেসর এম এ খালেক, গাজী হাবিবুল্লাহ মানিক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর বিএনপির আহবায় ফজলুর রহমান বকুল, পৌর আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব এ্যড মেজবা উদ্দিন ভূইয়া, ছাত্রদল সভাপতি সালাউদ্দিন মামুন।
প্রসঙ্গত, গতকাল বুধবার চট্টগ্রামে গণসমাবেশে যাওয়ার পথে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের হামলায় আহত হয় বিএনপির অন্তত ৩০ নেতা-কর্মী। ভাংচুর করা হয় অন্তত ১৫টি গাড়ি।