ফেনীতে ১৬ বছর পর অস্ত্র মামলার যুবকের ১৭ বছরের কারাদণ্ড
ফেনী | তারিখঃ September 8th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 51 বার
আদালত প্রতিবেদক->>
ফেনীতে অস্ত্র মামলায় কামরুজ্জামান স্বপন নামে এক ব্যক্তির ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বিকেলে ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ কায়সার মোশারফ ইউসুফ এ রায় দেন।
আদালত সংশ্লিষ্ট সূত্র ও মামলার নথিপত্র থেকে জানা গেছে, ২০০৬ সালের ৩১ ডিসেম্বর ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে কামরুজ্জামান স্বপনকে অস্ত্রসহ আটক করা হয়। তার কাছ থেকে একটি রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে ফেনী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। মামলার আসামি কামরুজ্জামান স্বপন আদালত থেকে জামিনে বেরিয়ে পালিয়ে যান। বিচার চলাকালে আদালতে রাষ্ট্রপক্ষ ৬ জন সাক্ষী উপস্থাপন করে।
বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মোহাম্মদ কায়সার মোশারফ ইউসুফ আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে আসামি কামরুজ্জামান স্বপনকে পৃথক দুটি ধারায় ১০ বছর ও ৭ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন বিচারক।
সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ফরিদ আহমদ হাজারী জানান, রায় ঘোষণার সময় আসামি কামরুজ্জামান স্বপন আদালতে অনুপস্থিত ছিলেন। তাকে গ্রেপ্তারের পর থেকে এ রায় কার্যকর হবে।