ফেনীতে ৪০ কেজি গাঁজাসহ আটক ২ মাদক ব্যবসায়ী
ফেনী শহরের মধ্যম রামপুর এলাকায় অভিযানে ৪০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭ এর ফেনী ক্যাম্প। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
আটককৃত ফারুক হোসেন (১৮) কুমিল্লা জেলার চান্দিনা থানার গলনাই এলাকার মোঃ আক্তার হোসেনের ছেলে। মোঃ মাছুম (২০), সিলেট জেলার গোয়াইনহাট থানার সংখোলা এলাকার মোঃ ফারুকের ছেলে।
ফেনী র্যাব ক্যাম্পের অধিনায়ক ও উপ পরিচালক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন কয়েকজন মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকার যোগে মাদক দ্রব্য বহন করে করে কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফেনী ক্যাম্পের একটি আভিযানিক দল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যম রামপুর অটো ডায়াগনোসিস এন্ড গাড়ি ওয়াশ সেন্টারের সামনে একটি অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে গাড়ী তল্লাশি শুরু করে। এ সময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা প্রাইভেটকারটিকে থামানোর সংকেত দিলে প্রাইভেটকারটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ৷
এক পর্যায়ে র্যাবের দলটি গাড়ীটি আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে গাড়ীতে থাকা ফারুক ও মাসুমকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তাদের দেখানো মতে গাড়ীর ব্যাকডালার ভিতর হতে দুইটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া কাগজপত্র বিহীন গাড়ীটি জব্দ করা হয়। আটকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা ড্রাইভিং পেশার আড়ালে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে বিভিন্ন মাদক দ্রব্য কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাড়ী যোগে বহন করে পরবর্তীতে ফেনী, চট্টগ্রামসহ আশপাশের জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসছে।
মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
]]>




