ফেনীর অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় অগ্নি নির্বাপণী মহড়া প্রদর্শন
ফেনী | তারিখঃ September 15th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 175 বার
শহর প্রতিনিধি->>
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় অগ্নি নির্বাপণী মহড়া প্রদর্শন করেছে ফেনী ফায়ার সার্ভিস স্টেশন। বৃহস্পতিবার থানা ভবন সমূহে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য মহড়া অনুষ্ঠান ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি সরজমিনে পরিদর্শন করেন।
জানা যায়, পুলিশ হেডকোয়ার্টার্স ও ডিআইজি রেঞ্জ চট্রগ্রামের নিদের্শ মোতাবেক থানা ভবন সমূহে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য মহড়া অনুষ্ঠান ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি সরজমিনে পরিদর্শনের লক্ষ্যে বৃহস্পতিবার ফেনী ফায়ার স্টেশন অতিরিক্ত পুলিশ সুপারের কার্যাললে অগ্নি নির্বাপণী মহড়া প্রদর্শন করা হয়।
মহড়া প্রদর্শনীতে নেতৃত্ব দেন ওয়্যার হাউজ ইন্সপেক্টর ওয়াসি আজাদ সংযুক্ত ফুলগাজী ফায়ার স্টেশন এবং প্রতিনিধিত্ব করেন স্টেশন অফিসার খন্দকার মিরাজুল ইসলাম ছাগলনাইয়া ফায়ার স্টেশন। এসময় মহড়ায় অংশগ্রহণ করেন চৌকস ফায়ারফাইটারগণ।
অগ্নি নির্বাপণী মহড়া প্রদর্শন অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।




