ফেনীর কুটির হাটে এলজি ও গুলিসহ সন্ত্রাসী রোমন আটক
ফেনীর সোনাগাজী উপজেলার কুটির হাট এলাকায় ২৩ এপ্রিল শুক্রবার রাতে অভিযান চালিয়ে ১টি দেশীয় অস্ত্র এলজি ও ৩ রাউন্ড গুলি সহ সন্ত্রাসী মো. হানিফ রোমন (২৯) কে আটক করেছে RAB-7
RAB-7, ফেনী ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, RAB-7 গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে একব্যক্তি ফেনীর সোনাগাজী উপজেলার কুটির হাট বাজারে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করছে।
RAB-7 এর একটি দল কুটির হাট বাজারস্থ বোর্ড অফিসের সামনে পাঁকা রাস্তার উপর উপস্থিত হওয়া মাত্রই একব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। RAB-7 এর সদস্যরা ধাওয়া করে ফেনীর সোনাগাজী উপজেলার বাদুরিয়া গ্রামের সাহবুদ্দিনের ছেলে মো. হানিফ রোমন (২৯) কে আটক করে। আটককৃতকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তার পরিহিত টাওজারের কোমরে রাখা ১টি দেশীয় অস্ত্র এলজি, ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
আটককৃতকে জিজ্ঞাসাবাদে আরো জানায়, সে দীর্ঘদিন যাবৎ মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত রয়েছে।
আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হবে ।