আইন-আদালতদাগনভূঞাঁ

দাগনভূঞা পুলিশকে মারধরের ঘটনায় দুই ভাই গ্রেফতার

দাগনভূঞা প্রতিনিধি

ফেনীর দাগনভূঞা বাজারে কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল বেলাল হোসেনকে মারধর করার ঘটনায় দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার উপজেলার দক্ষিণ ধর্মপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার দক্ষিণ ধর্মপুর গ্রামের বদরউদ্দিন ব্যাপারী বাড়ির সাহাবউদ্দিনের ছেলে শাহজালাল সবুজ ও জাহাঙ্গীর হোসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনীর ট্রাফিক বিভাগের কনস্টেবল বেলাল হোসেন মঙ্গলবার দুপুরে দাগনভূঞা বাজারের জিরো পয়েন্টে পুলিশ বক্স এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় বসুরহাট রোড থেকে আসা অটোরিকশাকে থামানোর জন্য সংকেত দিলে চালক দৌড়ে এসে ক্ষিপ্ত হয়ে যানজট নিরসনে ব্যাঘাত সৃষ্টি করে এবং কনস্টেবলকে টানাহেঁচড়া করে কিলঘুষি দেয়। পরে ব্যবসায়ীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই দন রাতেই শাহজালাল সবুজ ও জাহাঙ্গীর হোসেনকে আসামি করে থানায় মামলা করেন কনস্টেবল বেলাল।

দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমদ জানান, আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!