ফেনীর নতুন অতিরিক্ত জেলা প্রশাসক ফাহমিদা হক’র যোগদান
ফেনী | তারিখঃ October 22nd, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 292 বার
শহর প্রতিনিধি->>
ফেনীর নতুন অতিরিক্ত জেলা প্রশাসক ফাহমিদা হক যোগদান করেছেন। সম্প্রতি (১৭ অক্টোবর) তিনি ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেছেন।
বিসিএস ৩১ ব্যাচের কর্মকর্তা ফাহমিদা হক ইতোপূর্বে চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলো। পদোন্নতি পেয়ে তিনি ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন।
জানা যায়, ২০১৯ সালে ৬ নভেম্বর মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে যোগ দেন ফাহমিদা হক। তার পূর্বে তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।
নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক ফাহমিদা হক কুমিল্লা জেলার মনোহর গঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে হিসাব বিজ্ঞানে মাষ্টার্স পাশ করেন। পারিবারিক জীবনে ফাহমিদা হক দু’সন্তানের জননী।




