ফেনীর নারী ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে এফডিসি
<![CDATA[
ফেনীর নারী ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি (এফডিসি)।
শনিবার (১৪ জানুয়ারি) রাতে শহীদ শহিদুল্লা কায়সার সড়কে একটি কনভেনশন হলে এ সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভা মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
মেয়র বলেন, ফেনীর নারী ফুটবলারদের প্রথমবারের মত সম্মানিত করেছে এফডিসি। এর আগে কেউ কাজটি করতে পারেনি। সৃষ্টির মাত্র দুই বছরের মধ্যে মানবতায় যেভাবে কাজ করেছে তা সাধুবাদযোগ্য।
আরও পড়ুন: নারী ফুটবলারদের নতুন বছরের ব্যস্ত সূচি
এফডিসির দাবি প্রসঙ্গে লালপুলে বিকল্প সড়ক, রেল ক্রসিংয়ে উড়াল সেতু, সোনাগাজীতে বিমানবন্দর তৈরি হবে বলেও মন্তব্য করেন মেয়র নজরুল ইসলাম।
এফডিসির সভাপতি গোলাম মাওলা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমীর হোসেন বাহার, স্টারলাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।
সংবর্ধনা অনুষ্ঠানের আগে সংগঠনটির কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরপর এফডিসি নিউজ নামে একটি ইউটিউব চ্যানেলের লোগো উন্মোচন করা হয়।
আরও পড়ুন: নতুন বই পেয়ে খুশি ফেনীর শিক্ষার্থীরা
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন এফডিসির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, আইন সম্পাদক এডভোকেট রাশেদ মাযহার।
এসময় এফডিসির উপদেষ্টা পরিষদ, কেন্দ্রীয় ও অন্যান্য শাখা সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
]]>