ফেনীর পরশুরামে ১৪৪ ধারা জারি
ফেনীর পরশুরাম উপজেলায় ছাত্রলীগ ও বিএনপি একইস্থানে সমাবেশ ডাকায় মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
সোমবার (২২ আগস্ট) দিনগত রাতে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
পরশুরাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম শফিকুল হোসেন মহিম জানান, মঙ্গলবার সকাল ৯টায় পরশুরাম বাজার স্টেশন রোডে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী বলেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় স্টেশন রোডে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে তারা সন্ধ্যা থেকে মাইকিং করেছেন।
আর ছাত্রলীগের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী জানান, স্টেশন রোডে বিএনপিকে কোনো ধরনের কর্মসূচি করতে দেয়া হবে না।
এ বিষয়ে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে একইস্থানে উপজেলা বিএনপি ও ছাত্রলীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।