Feni (ফেনী)ফেনী

ফেনীর পাঁচগাছিয়ায় বিদেশী মদসহ মাদক বিক্রেতাে আটক, প্রাইভেটকার জব্দ

ফেনী | তারিখঃ September 28th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 171 বার

সদর প্রতিনিধি->>

ফেনীর পাঁচগাছিয়ায় বিদেশী মদসহ আবুল বসর (৩৭) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে পাঁচগাছিয়া নোয়াখালী রোডস্থ গ্যাস কোম্পানীর মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল বিদেশী মদসহ মাদক বিক্রেতাকে আটক করে র‌্যাব। এসময় জব্দ করা হয় মাদক বহণের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার।

আটক আবুল বসর ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মঠবাড়ীয়া গ্রামের ওসমান খাঁন এর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচগাছিয়া নোয়াখালী রোডস্থ গ্যাস কোম্পানীর মোড় এলাকায় অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা প্রাইভেটকারটিকে থামানোর সংকেত দিলে প্রাইভেটকারটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা কররে। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে গাড়ী (নোয়াখালী- খ-১১-০০০৬) আটক করে তল্লাশি চালিয়ে ৫০ বোতল বিদেশী মদসহ মাদক বিক্রেতাকে আবুল বসরকে আটক করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ টাকা।

র‌্যাবের জিঙ্গাসাবাদে আটককৃতরা জানায়, সে সে ড্রাইভিং পেশার আড়ালে দীর্ঘদিন ধরে সুকৌশলে মাদকদ্রব্য (বিদেশী মদ) কুমিল্লা সীমান্তাবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে ফেনী, নোয়াখালী ও চট্টগ্রাম সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রয় করে আসছে।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটককৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!