ফেনীর মহিপালে ফেন্সিডিল ও গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার, পিকআপ জব্দ
ফেনী | তারিখঃ October 25th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 124 বার
শহর প্রতিনিধি->>
ফেনীর মহিপালে ফেন্সিডিল ও গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় অভিযান চালিয়ে ২৭৩ বোতল ফেন্সিডিল ও ২০ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করে র্যাব। এসময় জব্দ করা হয় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ।
গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার গন্ডাপুর এলাকার তোফায়েল আহম্মেদের ছেলে মো. তোফাজ্জল হোসেন পলাশ (২৫) ও একই জেলার চৌদ্দগ্রাম থানার জয়ন্তীনগর এলাকার আতর ইসলামের ছেলে মো. রায়হান হোসেন (২১)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ফেনী ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়কের হাজী নজির আহম্মদ এলপিজি এন্ড ফিলিং স্টেশন এর সামনে একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশী শুরু করে। এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি পিকআপের গিতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা পিকআপটিকে থামানোর সংকেত দেয়। চালক পিকআপটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে পিকআপে থাকা মো. তোফাজ্জল হোসেন পলাশ ও মো. রায়হান হোসেনকে আটক করে। এসময় তল্লাশী করে পিকআপের পিছনে মালামাল বহন করার স্থান থেকে ২টি পাটের বস্তার মধ্যে ১টি বস্তার হতে ২৭৩ বোতল ফেন্সিডিল ও অন্য ১টি বস্তার থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব। মাদক পরিবহণে ব্যবহৃত উক্ত পিকআপটি (ঢাকা মেট্রো ন-১১-২৫৬৮) জব্দ করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫ লাখ ৭৩ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা র্যাবকে জানায়, তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সুকৌশলে মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে ক্রয় করে পরে ফেনী, চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রয় করে আসছে।
র্যাব-৭, ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটককৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




