ফেনীর লালপোলে দৌড়ে পালানোর সময় ২ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ফেনী | তারিখঃ October 6th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 179 বার
শহর প্রতিনিধি->>
ফেনীর লালপোল যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো কালে দৌড়ে পালিয়ে যেতে চাইলে ধাওয়া দিয়ে ইয়াবাসহ মো. সফিক (২৮) এক যুবককে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকা থেকে দুই হাজার ইয়াবা বড়ি সহ তাঁকে আটক করা হয়।
আটক মো. সফিক কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইকং এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফেনী কার্যালয়ের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, কক্সবাজার থেকে এক মাদক কারবারি ইয়াবা নিয়ে একটি যাত্রীবাহী বাসে ঢাকার দিকে যাচ্ছেন, এমন খবর পেয়ে আজ সকালে বাসগুলোতে তল্লাশি চালান তাঁরা। এ সময় এক তরুণ দ্রুত একটি বাস থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন। অধিদপ্তরের লোকজন তাঁকে ধাওয়া করে ধরে ফেলেন। ওই তরুণের পকেট তল্লাশি করে দুই হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. আবু তাহের বাদী হয়ে মাদক আইনে ফেনী মডেল থানায় মামলা করে ওই তরুণকে পুলিশে সোপর্দ করেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, মাদক মামলার আসামি মো. সফিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




