Feni (ফেনী)

ফেনী অনলাইন রিপোর্টার্স ইউনিটি’র খসড়া ভোটার তালিকা প্রকাশ।

বিশেষ প্রতিনিধি :

ফেনীতে দায়ীত্বরত সাংবাদিকদের অন্যতম সংগঠন অনলাইন রিপোর্টার্স ইউনিটির খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে।
অত্যাসন্ন নির্বাচন উপলক্ষে আজ ৫ আগষ্ট ২১খ্রিঃ তারিখে নির্বাচন পরিচালনা কমিশনের প্রধান এস আলম সবুজের অনুরোধক্রমে এম মাসুম বিল্যাহ ভুঁইয়া ও শরিয়ত উল্যাহ রিফাত সাক্ষরিত তালিকায় ৩৪জনের খসড়ায় ভোটার তালিকা প্রকাশ করে।

আগামীকাল ৬ আগষ্ট চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে মর্মে সহযোগী নির্বাচন কমিশনার শরিয়ত উল্যাহ রিফাত জানিয়ে বলেন খসড়াতে নাম না থাকলেও সেখানে আরও ৩জন সদস্য অন্তর্ভুক্তি হবে।

ফেনী অনলাইন রিপোর্টার্স ইউনিটির সদস্যদের
খসড়ায় প্রকাশিত ভোটার তালিকায় সদস্যগন হলেন –

আল মামুন-দৈনিক দেশবার্তা,আলোকিত সকাল,
সুুমন ঘোষ -বাংলা ট্রাইবুনাল/জনতার দলিল, দিল আফরোজ-দৈনিক দেশের পত্র,
ফজলুল করিম হৃদয় আজকের বাংলাদেশ২৪.কম, দৈনিক আজকের জনবাণী, মোঃ স্বপন মজুমদার দৈনিক উত্তরন, গাজী মাসুদ রানা চ্যানেল বি২৪।

কাওসারুল আলম ফেনীর তালাশ,জহিরুল ইসলাম রাজু ফুলগাজী নিউজ,দৈনিক তৃতীয় মাত্রা।
মোঃমাসুম বিল্লাহ্ ভুইয়া-বিচিত্র খবর।কমল মজুমদার ফেনীর প্রয়াস, মো: মিজানুর রহমান (পলাশ) – সম্পাদক : লার্ন নিউজ২৪ ডটকম ও জেলা প্রতিনিধি : দৈনিক বাংলাদেশ পরিক্রমা।ইকবাল হোসেন সাব্বির-টাইমস বাংলা নিউজ, ফেনীর প্রতিদিন, ফুলগাজী নিউজ ডট কম, কামরুল হক সৌরভ-দৈনিক নয়াপয়গাম।এনায়েত উল্যাহ সোহেল প্রভাত আলো
টাইমস বাংলা নিউজ ডটকম,
মহিউদ্দিন অনলাইন Channel b 24,

নিজাম পাটোয়ারী- জনতার কন্ঠ,চ্যানেল B24,
রাজিব দাস দৈনিক আমার সংবাদ, আশিক হায়দার রাজন সমসাময়িক প্রতিদিন, এস আলম সবুজ ফেনীর সমসাময়িক, মোঃ ছালাহ্ উদ্দিন- বাংলাদেশ সমাচার, খবরপত্র,ফেনীর কন্ঠস্বর,শহীদুল ইসলাম চৌধুরী ফেনীর সমসাময়িক, শাকীল শাহরিয়ার দৈনিক সমসাময়িক প্রতিদিন, মো.শরিয়ত উল্যাহ রিফাত ডেইলি ফেনী ডটকম,ইসমাইল হোসেন-বিচিত্র খবর,
সাখাওয়াত হোসেন -সত্যের অনুসন্ধান ২৪ডটকম,আলোচিত বার্তা,আরমিনা ফেরদৌস আইরিন- বিচিত্র খবর ডটকম,মিরাজ উদ্দিন হৃদয়- খবর প্রতিদিন, জহিরুল হক খান সজিব প্রত্যহ নিউজ।

মোহাম্মদ শারীদ ফেনী নিউজ টুয়েন্টিফোর,আহসান আবিদফেনী নিউজ টুয়েন্টিফোর. কম,আলাউদ্দিন সবুজ
দৈনিক স্বদেশ বিচিত্রাও জসিম উদ্দিন ফরাজী দৈনিক ডেসটিনিও আলোকিত সময় ২৪ডটকম প্রমুখ।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!