ফেনী আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিতদের নিরঙ্কুশ জয়
নিজস্ব প্রতিনিধি :
ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল সভাপতি, সাধারণ সম্পাদক ও সবকটি সম্পাদকীয় পদে নিরঙ্কুশ জয় পেয়েছে। নির্বাচনে তারা ১৫টি পদের মধ্যে ১১টিতেই জয়ী হয়েছেন। আওয়ামীলীগ ও বামপন্থী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা শুধুমাত্র সহ-সভাপতি পদে একটি ও সদস্য পদের তিনটিতে জয়ী হয়েছেন।
শনিবার জেলা আইনজীবী সমিতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে বিএনপি-সমর্থিত প্যানেলের মো: আবুল বশর চৌধুরী ১৭৪ ভোট ও সাধারণ সম্পাদক পদে একই প্যানেলের আমিনুল করিম মজুমদার ১৫৯ ভোট পেয়ে জিতেছেন। প্রতিদ্বন্ধী সভাপতি প্রার্থী মো: নুরুল ইসলাম মজুমদার সোহাগ ১৩৯ ভোট ও সাধারণ সম্পাদক প্রার্থী আহসান কবির বেঙ্গল ১৫৮ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে আওয়ামীলীগ প্যানেলের দিলীপ কুমার সাহা ও বিএনপি প্যানেলের করিমুল হক দুলাল জয়ী হয়েছেন।
এছাড়া যুগ্ম-সম্পাদক পদে মুহাম্মদ আবদুল কাইয়ুম ১৫১ ভোট, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে জাহিদ হোসেন কমল ১৬৯ ভোট, অডিটর পদে নামজুল হোসেন ১৬৪ ভোট, অর্থ সম্পাদক পদে রিয়াজ উদ্দিন সুজন ১৭৯ ভোট, লাইব্রেরী সম্পাদক পদে মাহমুদুল হাসান ১৬৮ ভোট পেয়ে জয়ী হন।
প্রতিদ্বন্ধী আওয়ামীলীগ প্যানেলের যুগ্ম-সম্পাদক প্রার্থী মোহাম্মদ জামাল উদ্দীন ১৪৭ ভোট, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী মো: নোমান চৌধুরী ১৪০ ভোট, অডিটর প্রার্থী মো: ইকবাল হোসাইন ১৪৯ ভোট,, অর্থ সম্পাদক প্রার্থী মো: আবদুল মালেক (৩) ১৩৭ ভোট,লাইব্রেরী সম্পাদক প্রার্থী মো: সাইফুল ইসলাম ১৩৯ ভোট পেয়েছেন।
সদস্য পদে বিএনপি প্যানেলের জিয়াউল হায়দার ফরহাদ ১৮১ ভোট, নিজামুল আলম ১৭৪ ভোট, মো: ইউসুফ টিপু ১৭০ ভোট, আওয়ামীলীগ প্যানেলের কাজী বুলবুল আহমেদ সোহাগ ১৬৬ ভোট, আবদুল্লাহ আল মামুন ভূইয়া ১৪৮ ভোট, ফেরদৌস আলম আরমান ১৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত সমিতির ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩২৮ জন।
সমিতির সদ্য সাবেক সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাং গিয়াস উদ্দিন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
নির্বাচন কমিশনার নুরুল ইসলাম বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিজয়ীরা আগামী এক বছরের জন্য জেলা আইনজীবী সমিতির দায়িত্ব পালন করবেন।