Feni (ফেনী)সোনাগাজী

ফেনী জেলায় ফের শ্রেষ্ঠ ওসি সোনাগাজী মডেল থানার মো. সাজেদুল ইসলাম

সোনাগাজী প্রতিনিধি->

ফেনী জেলায় ফের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হয়েছেন সোনাগাজী মডেল থানার মো. সাজেদুল ইসলাম পলাশ। কর্মদক্ষতা ও উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য ফেনী জেলায় দ্বিতীয় বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হয়েছেন সাজেদুল ইসলাম।

রোববার সকালে ফেনীর পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী তার কার্যালয়ে এ পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন। এর আগে গত মার্চ মাসেও তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরুস্কৃত করা হয়।

পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদানের সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাঈনুল ইসলামসহ পুলিশ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওসি মো. সাজেদুল ইসলাম ২০২০ সালের ২৫ এপ্রিল সোনাগাজী মডেল থানায় যোগদান করেন। যোগদানের পর থেকে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নয়ন ঘটে। গত এপ্রিল মাসে ১৪ জন সাজাপ্রাপ্ত সহ বিভিন্ন মামলায় ১০৬ জন ওয়ারেন্টের আসামি গ্রেপ্তার করেছে সোনাগাজী মডেল থানার পুলিশ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!