ফেনী জেলা পরিষদে সব পদে একক প্রার্থীর মনোনয়ন জমা
নিজস্ব প্রতিনিধি :
ফেনী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে আওয়ামীলীগ মনোনীত একক প্যানেল মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসানের হাতে মনোনয়নপত্র জমা দেন চেয়ারম্যান প্রার্থী খায়রুল বাশার মজুমদার তপন। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম ও জেলা নির্বাচন কর্মকর্তা মো: নাসির উদ্দিন পাটওয়ারী উপস্থিত ছিলেন।
এরপর একেএকে সদস্য প্রার্থী ১নং ওয়ার্ডে সৈয়দ সাইফুল ইসলাম, ২নং ওয়ার্ডে কাজী ওমর ফারুক, ৩নং ওয়ার্ডে আবু তালেব জেকব, ৪নং ওয়ার্ডে নুরুল আফছার আপন, ৫নং ওয়ার্ডে খায়েজ আহাম্মদ, ৬নং ওয়ার্ডে আবদুর রহিম মানিক, সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১, ২ ও ৩নং ওয়ার্ডে লায়লা জেসমিন বড়মনি এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ড ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে শাহিদা আক্তার শেফালী মনোনয়নপত্র জমা দেন।
তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর ভোটের দিন ধার্য রয়েছে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯-২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২-২৪ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর শেষ সময়ে প্রার্থীতা প্রত্যাহার না করলে একক প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হবেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো: নাছির উদ্দিন পাটওয়ারী।




