Feni (ফেনী)ফেনী

ফেনী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন খায়রুল বশর মজুমদার তপন

ফেনী | তারিখঃ September 10th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 94 বার

নিজস্ব প্রতিনিধি->>

ফেনী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল বশর মজুমদার তপন। শনিবার রাতে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদের ৩৩, গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে মাহমুদ হাসান-কে দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে। এছাড়া ৬১টি জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।

প্রসঙ্গত, খায়রুল বশর মজুমদার তপন বর্তমানে জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োজিত রয়েছে। এর আগে তিনি জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ফেনী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজ আহমেদ চৌধুরীর মৃত্যুর পর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন খায়রুল বশর মজুমদার তপন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!