ফেনী জেলা পরিষদ নির্বাচন: এবারও প্রয়োজন হচ্ছে না ভোটের!
ফেনী | তারিখঃ September 16th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 122 বার
বিশেষ প্রতিনিধি->>
ফেনী জেলা পরিষদ নির্বাচনে এবারও ভোটের প্রয়োজন হচ্ছে না। চেয়ারম্যান ও সদস্য পদে আওয়ামী লীগ মনোনীত ও সমর্থিত একক প্রার্থী ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে রয়েছে সকল পদের প্রার্থীরা।
জেলা নির্বাচনী কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারী জানায়, জেলা পরিষদ নির্বাচন তফসিল অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। শেষ দিন বিকেলে রির্টানিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসানের কার্যালয়ে যেয়ে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন।
একই সময়ে ৬টি সদস্য ও দুটি সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন ১ নম্বর ওয়ার্ডে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডে ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, ৩ নম্বর ওয়ার্ডে জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব জেকব, ৪ নম্বর ওয়ার্ডে সদর উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আফছার আপন, ৫ নম্বর ওয়ার্ডে দাগনভূঞা পৌর আওয়ামী লীগ সভাপতি খায়েজ আহাম্মদ, ৬ নম্বর ওয়ার্ডে চরচান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুর রহিম মানিক, সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড়মনি ও ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগ সদস্য শাহিদা আক্তার শেফালী।
জেলা নির্বাচনী কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারী আরও জানায়, প্রতিটি পদে একক প্রার্থী থাকায় বিধি অনুযায়ী নির্বাচন কমিশন মনোয়নপত্রের বৈধতা যাচাই-বাছাই চূড়ান্ত হলে ভোট ছাড়াই তাদের বিজয়ী ঘোষণা করতে কোনো বাধা থাকবে না।
জেলা রির্টানিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান জানায়, পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ায় গত ২৩ আগস্ট দেশের ৬১ জেলা পরিষদ নির্বাচনে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। ভোটগ্রহণের সময় নির্ধারিত রয়েছে ১৭ অক্টোবর।
প্রসঙ্গত, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ পরবর্তী (বিগত ১৪ বছর) জেলা পরিষদ পূণঃরায় চালু হওয়ার পর ফেনীতে প্রত্যেকবারই সরকার দলীয় ও সমর্থিত চেয়ারম্যান ও সদস্য পদে একক প্রার্থী থাকায় কোনবারই ভোট গ্রহণের প্রয়োজন হয়নি।




