ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
বুধবার (২৬জুন) ফেনী পুলিশ লাইন্স ড্রিল শেডে ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ফেনী জেলার পুলিশ সুপার জাকির হাসান, পিপিএম এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় ফোর্সের সামগ্রিক কল্যাণ সংক্রান্ত বিষয় আলোচনা ও বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহিত হয়।
কল্যাণ সভায় একজন পুলিশ সদস্যকে অবসর জনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী এবং সার্বিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে অফিসারদের শুভেচ্ছা স্মারক প্রদান করেন পুলিশ সুপার।
উক্ত কল্যাণ সভায় উপস্থিত ছিলেন ফেনী জেলার ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুহাম্মদ শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ আফতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা, বিপিএম, সহকারী পুলিশ সুপার সোনাগাজী সার্কেল তাসলিম হুসাইন ও সদর, ফুলগাজী, পরশুরাম, দাগনভূইয়া, সোনাগাজী, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জগণ।
কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই, ডিবি, ডিএসবি ফেনীসহ জেলার পুলিশ লাইন্স, সকল থানা, ফাঁড়ী, তদন্তকেন্দ্র ও পুলিশ ক্যাম্পের অফিসার ফোর্সবৃন্দ।




