Feni (ফেনী)ফেনী সদররাজনীতিসর্বশেষ
ফেনী জেলা যুব মহিলা লীগের সম্মেলন আজ
নিজস্ব প্রতিনিধি :
ফেনী জেলা যুব মহিলা লীগের সম্মেলন আজ বুধবার অনুষ্ঠিত হবে। ফেনী সরকারি কলেজ মিলনায়তনে প্রধান অতিথি জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি। বিকাল ৩টায় সম্মেলন উদ্বোধন করবেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল।
সংগঠনের ফেনী জেলা সভাপতি হাসিনা আক্তার নিঝুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা আফরোজা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি থাকবেন সিনিয়র সহ-সভঅপতি পারভীন খায়ের, সাংগঠনিক সম্পাদিকা জাকিয়া সৃজনী শিউলী।
জেলা যুব মহিলা লীগ সভাপতি হাসিনা আক্তার নিঝুম জানান, প্রায় ৮ ্বছর পর আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা বিরাজ করছে।