বাংলাদেশ

ফেনী পৌরসভার নির্বাচনে মেয়র পদে নৌকা পাবে কে হাজী নাকি মিয়াজী

নিজস্ব প্রতিনিধি :

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ফেনী পৌরসভা নির্বাচন নিয়ে ক্ষমতাসীন আওয়ামীলীগে তোড়জোড় শুরু হয়েছে। নৌকার মনোনয়ন কে পাচ্ছেন শহরের সর্বত্র এখন এ আলোচনা। বর্তমান মেয়র হাজী আলাউদ্দিন এবারও প্রার্থীতা চাইছেন। একইসাথে পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীও নৌকা পেতে জোর আলোচনায় রয়েছেন। শেষ পর্যন্ত কার ভাগ্যে জুটে সরকারী দলের মনোনয়ন এনিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে জল্পনা-কল্পনা চলছে।

জেলা আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডে নৌকা পেতে আবেদন করেছেন হাজী আলাউদ্দিন, নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও আয়নুল কবির শামীম। ওয়ার্ড সভাপতি-সাধারণ সম্পাদকদের ভোটগ্রহণ শেষে তিনজনের যে কাউকে মনোনয়ন দিতে দলীয় হাইকমান্ডে প্রস্তাব করা হয়।

দলীয় সূত্র জানায়, জেলা আওয়ামীলীগ সদস্য হাজী আলাউদ্দিন গত দুইবার মেয়রের দায়িত্ব পালন করছেন। পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজীও প্যানেল মেয়র। এ দুই নেতার সমর্থকরা পছন্দের প্রার্থীর পক্ষে নানাভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক সরব করে রেখেছেন।

নেতাকর্মীরা জানিয়েছেন, হাজী আলাউদ্দিন ও নজরুল ইসলাম স্বপন মিয়াজী দু’জনই জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির কাছের মানুষ হিসেবে পরিচিত। এই দু’জনেরই দলীয় নেতাদের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে।

নজরুল ইসলাম স্বপন মিয়াজী LearnNews24.com কে জানান, আওয়ামীলীগের মূল ধারার রাজনীতির সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে। সেই কারণে তৃণমূলের নেতাকর্মীদের আস্থার প্রতিদান দিতে নৌকার প্রতীকে প্রার্থী হতে চান যুবলীগ-ছাত্রলীগের সাবেক এই নেতা। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর করোনাকালীন সময়ে নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছি। পৌর এলাকার নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামাদি প্রদান করেছি।

তার মতে, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি যাকে প্রার্থী দিবেন তিনিই প্রার্থী হবেন।

হাজী আলাউদ্দিন Learnnews24.com কে জানান, তার মেয়াদকালীন সময়ে নিজাম উদ্দিন হাজারীর দিকনির্দেশনায় পৌর এলাকায় বেশ কিছু উন্নয়ন করেছেন। এই ধারা অব্যাহত রাখতে আবারও নৌকার প্রার্থী হতে চান স্টার লাইন গ্রুপের এ কর্ণধার। মনোনয়নের সিদ্ধান্ত দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী নেবেন। তারা যাকে নৌকার প্রার্থী হিসেবে যোগ্য মনে করবেন, তার পক্ষেই কাজ করবো।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!