Feni (ফেনী)ফেনী

ফেনী পৌরসভার মশক নিধন কার্যক্রম শুরু, চলবে ২০ দিন

ফেনী | তারিখঃ October 11th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 1 বার

শহর প্রতিনিধি->>

ফেনী পৌরসভার মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে ফেনী সরকারি কলেজ আঙ্গিনায় ফগার মেশিন দিয়ে মশকনিধন কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

মশকনিধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পালসহ পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেনী পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা ডা. কৃষ্ণপদ সাহা বলেন, ফেনী শহরে ডেঙ্গুর বিস্তার ঠেকাতে মশক নিধন অভিযান শুরু করেছে পৌরসভা। অভিযানে পৌরসভা কর্তৃপক্ষ উচ্চ ক্ষমতাসম্পন্ন ফগার মেশিন ব্যবহার করছে। ফলে কম সময়ে বেশি এলাকায় মশার ওষুধ ছিটানো যাবে। প্রতিদিন একজন সুপারভাইজারের নেতৃত্বে ৬ জন করে শ্রমিক মশকনিধনের এ অভিযানে যুক্ত থাকবেন। এ কর্মসূচীতে প্রতিদিন ৩০ লিটার মশক নিধন ঔষুধ, ডিজেল ৫০ লিটার, ১৫ লিটার অকটেন ব্যবহার হবে। অভিযানে উচ্চ ক্ষমতাসম্পন্ন ফগার মেশিন ছাড়াও হাতে বহন করা ফগার মেশিন দিয়ে ওষুধ ছড়ানো হচ্ছে। ডেঙ্গু মশার উৎস নিধনে আগামী ২০ দিনের মধ্যে এ কার্যক্রম চলবে বলে তিনি জানান।

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, দেশে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে। ফেনীতেও দু’একজন আক্রান্ত হয়েছে। ঔষুধ ছিটানোর মাধ্যমে ডেঙ্গুর প্রভাব কমবে। বাসা-বাড়ি এবং অফিসের আঙ্গিনা পরিস্কার রাখতে হবে। ছাদ বাগান, ফুলের টব সহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি দুইদিনের বেশি না রাখতে তিনি সতর্ক থাকার আহবান জানান। তাহলে পৌরবাসী এর সফলতা পাবে। তিনি সাংবাদিকদের মাধ্যমে পৌরবাসির সহযোগিতা চেয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!