নির্বাচনফেনী পৌরসভারাজনীতি

ফেনী পৌর নির্বাচন নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময়

৩০ জানুয়ারি ফেনী পৌরসভা নির্বাচন নিয়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীর সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসন ও নির্বাচন কার্যালয়। আজ বুধবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান এবং রিটার্ণিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাছির উদ্দিন পাটওয়ারী।

জেলা প্রশাসক বলেন, সকল প্রার্থী নির্বাচন বিধি মেনে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে আন্তরিক ভূমিকা রাখবেন।

রিটার্ণিং কর্মকর্তা উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচন বিধি মেনে চলতে হবে, নির্বাচনের আটচল্লিশ ঘন্টা পূর্ব থেকে প্রচার প্রচারণা বন্ধ থাকবে। র‌্যাব, বিজিবি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, ফেনী পৌর নির্বাচনে পাঁচজন মেয়র পদপ্রার্থী রয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী নৌকা প্রতীকে, বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আলাল উদ্দিন আলাল, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী ইয়ামিন লাঙ্গল প্রতীকে, ইসলামী শাসনতন্ত্র প্রার্থী গোলামুর রহমান আজম হাতপাখা প্রতীকে এবং এনডিএম পার্টি সমর্থিত প্রার্থী তারিকুল ইসলাম সিংহ প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এছাড়া পৌর ১৮টি ওয়ার্ডের ১০টিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছে। বাকী ৮ ওয়ার্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সেলিমুজ্জোহা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আতোয়ার রহমান, উপস্থিত পৌর নির্বাচনে প্রার্থীরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!