ফেনী যুবদলে বিভক্তি – দৈনিক ফেনীর সময়
নিজস্ব প্রতিনিধি :
ফেনী জেলা যুবদলের কমিটি ঘোষণার পর চাপা বিরোধ থাকলেও ৪ বছর পর তা প্রকাশ্য রূপ নিয়েছে। শনিবার কেন্দ্রীয় কর্মসূচী সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের সমর্থকরা পৃথকভাবে পালন করেছে।
সংগঠন সূত্র জানায়, মুন্সিগঞ্জ জেলার মিরকাদিম পৌর শাখার যুবদল নেতা শহিদুল ইসলাম শাওন হত্যার প্রতিবাদে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী শনিবার ছিল জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ। জেলায় প্রতিটি কর্মসূচী ঐক্যবদ্ধভাবে পালন করলেও শনিবার তারা দুটি গ্রুপে বিভক্ত হয়ে যায়। একটির নেতৃত্বে রয়েছেন কারাবন্ধী সভাপতি জাকির হোসেন জসিম ও আরেকটির নেতৃত্বে রয়েছেন সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন। বিভিন্ন সময় দলীয় কর্মসূচীতে সরব থাকলেও গতকাল দুটি গ্রুপের পৃথক কর্মসূচীর কোনটিতে সাংগঠনিক সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাতের দেখা মিলেনি।

বিকালে শহরের ইসলামপুর রোডের বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন খন্দকার নাসির অনুসারীরা। জেলা ভারপ্রাপ্ত সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারন সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়র সদস্য ও সদর উপজেলার সাবেক আহবায়ক আতিকুর রহমান মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম সোহাগ, দপ্তর সম্পাদক মো: আল ইমরান, ফেনী পৌর আহবায়ক জাহিদ হোসেন বাবলু, সদর উপজেলা সদস্য সচিব শাহাদাত হোসেন, যুগ্ম-আহবায়ক ফরিদুর ইসলাম রাহাত, ছাগলনাইয়া উপজেলা যুগ্ম-আহবায়ক আবদুল মোমিন, আবুল কাসেম সোহাগ, পরশুরাম উপজেলা যুগ্ম-আহবায়ক আবুল খায়ের লিটন প্রমুখ।

একইসময় তাকিয়া রোড থেকে বিক্ষোভ মিছিল বের করে জাকির হোসেন জসিম অনুসারীরা। মিছিলকারীরা বড় মসজিদের সামনে পৌছলে পুলিশ তাদের ব্যারিকেড দেয়। একপর্যায়ে তারা পুলিশের বাধা ডিঙ্গিয়ে ট্রাংক রোড প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে খাজা আহম্মদ সড়কে সমাবেশ করে। জেলা যুবদলের সহ-সভাপতি হাবিবুল্যাহ পারভেজের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক দাউদুল ইসলাম মিনারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা আহ্বায়ক নিজাম উদ্দিন, পৌর সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, সোনাগাজী উপজেলা সদস্য সচিব ইমাম হোসেন প্রবির প্রমুখ।




