ফেনী শহরে ছাত্রলীগকে সুসংগঠিত করতে সব ওয়ার্ডে মতবিনিময়
শহর প্রতিনিধি :
ফেনী পৌরসভার সবকটি ওয়ার্ডে ছাত্রলীগকে সুসংগঠিত ও গতিশীল করতে ওয়ার্ড পর্যায়ে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা হয়েছে। পৌর সভাপতি কাজী নিজাম উদ্দিন শুভ ও সাধারন সম্পাদক আবুল হাছনাত তুষার এসব সভায় অংশ নিয়ে তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী গড়ে তুলতে বিভিন্ন রকম দিকনির্দেশনা প্রদান করেন।
সংগঠন সূত্র জানায়, শুক্রবার বিকেলে পৌরসভার ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা হয়। এর আগে পৌরসভার সবকটি ওয়ার্ডে কাজী নিজাম উদ্দিন শুভ ও সাধারন সম্পাদক আবুল হাছনাত তুষার ছাড়াও দলীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় আএয়ামীলীগ-যুবলীগ নেতৃবৃন্দ অংশ নেন।
মতবিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, ছাত্রলীগ দেশের একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন। দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের গৌরবময় ইতিহাস রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করতে নবীনদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহনের উপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে আগামীতে দেশের বৃহত্তর স্বার্থে সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নির্দেশনায় পৌর আওয়ামীলীগ সাধারন সস্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সার্বিক তত্বাবধানে জেলা ছাত্রলীগের নেতৃত্বে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার জন্য প্রস্তুত থাকতে আহবান জানান।
সভা সূত্র জানায়, তৃনমূল নেতারাও তাদের সমস্যার কথা পৌর নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন। পৌর নেতৃবৃন্দ এসব সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।