Feni (ফেনী)ফেনী
ফেনী শহর পুলিশ ফাঁড়ির নতুন ইনচার্জ দৌস মোহাম্মদ
ফেনী | তারিখঃ September 15th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 51 বার
শহর প্রতিনিধি->>
ফেনী শহর পুলিশ ফাঁড়ির নতুন ইনচার্জ হিসেবে যোগ দিয়েছেন পুলিশ পরিদর্শক দৌস মোহাম্মদ। সম্প্রতি তিনি ফেনী শহর পুলিশ ফাঁতে যোগদান করেন।
জানা যায়, দৌস মোহাম্মদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করে ২০০৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। চাকুরী জীবনে তিনি সর্বশেষ হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।
তার জন্মস্থান ঢাকার গেন্ডারিয়ায়। ব্যক্তিগত জীবনে তিনি এক মেয়ে ও এক ছেলে সন্তানের জনক। পেশাগত দায়িত্ব পালনে তিনি ফেনীর সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।




