ফেনী সদরের সব ইউনিয়নে একযোগে ছাত্রলীগের বিক্ষোভ
সদর প্রতিনিধি :
ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়নে রবিবার বিকালে একযোগে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। সারাদেশে বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রলীগের ব্যানারে আয়োজিত এ কর্মসূচীতে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
দলীয় সূত্র জানায়, ইউনিয়ন পর্যায়ে বিক্ষোভ মিছিলে স্ব স্ব ইউনিয়নের বাসিন্দা আওয়ামীলীগ-যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। মিছিলকারীরা সরকারের উন্নয়ন, বিএনপি-জামাতের বিরুদ্ধে নানারকম শ্লোগান দেন। দীর্ঘদিন পর এলাকায় এ কর্মসূচী ঘিরে প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীরা উজ্জ্বিবিত হয়ে উঠেছে।
মিছিল চলাকালে সদর উপজেলার ছনুয়ায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও ছনুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করিম উল্যাহ বি.কম এবং পাঁচগাছিয়া ও বালিগাঁও ইউনিয়নের কর্মসূচীতে অংশ নেন সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। এছাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরামুজ্জামান রাজু লেমুয়া ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন বালিগাঁওয়ের কর্মসূচীতে ছিলেন।
শুসেন চন্দ্র শীল জানান, নিজাম উদ্দিন হাজারী এমপির নেতৃত্বে ফেনীর মানুষ শান্তিতে-নিরাপদে রয়েছেন। মিছিলে স্বত:স্ফূর্ত উপস্থিতি প্রমাণ করেছে তারা সন্ত্রাসীদের প্রশ্রয় দেবেনা। কেউ সন্ত্রাসী কার্যক্রমের চেষ্টা করলে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে।