ফরহাদনগরে ছাত্রলীগ নেতার উপর হামলার ঘটনায় গ্রেফতারকৃত আসামীর রিমান্ড
মো: মিজানুর রহমান (পলাশ)
ফেনী সদর উপজেলার ফরহাদনগরে জেলা ছাত্রলীগের ধর্মীয় বিষয়ক সম্পাদক হাফেজ ইমনের উপর হামলার ঘটনায় গ্রেফতারকৃত আসামী ইসমাইল হোসেন ফয়সালের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে শুনানী শেষে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন।
এর আগে ওই আসামীকে ৩ আগস্ট দুপুরে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ২ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোক্তার হোসেন। তিনি জানিয়েছেন, ঘটনার মূল হোতার সন্ধান, এজাহারনামীয় বাকি আসামীদের অবস্থান নির্ণয় ও অজ্ঞাতনামা আসামীদের পরিচয় জানার জন্য রিমান্ড আবেদন করা হয়।
প্রসঙ্গত; দাবীকৃত চাঁদা না দেওয়ায় মাদক মামলার আসামি সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল ও সজীব হাজারী ৮ জুলাই রাতে ইমনের চাচাতো ভাই বাদশা মিয়াকে মারধর করার জন্য গেলে তাদের সাথে ইমনের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে পরদিন বিকালে ইউনিয়নের খাইয়ারা বাজারে জেলা ছাত্রলীগের ধর্মীয় বিষয়ক সম্পাদক হাফেজ ইমনকে কুপিয়ে হত্যা চেষ্টা করে হামলাকারীরা।
এ ঘটনায় ১৫ জুলাই ইসমাইল হোসেন ফয়সাল, সাজ্জাদ হোসেন সজীব হাজারী, মো. ফরহাদ, মো. রাজু ও মো. বাপ্পির নাম উল্লেখ করে অজ্ঞাত ৮/১০ জনকে আসামী করে ইমনের পরিবারের পক্ষ থেকে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়।
এর আগে ২০১৮ সালের ২১ জুলাই রাতে খাইয়ারা বাজারে ইয়াবা বিক্রির সময় ছাত্রলীগ নেতা ফয়সালকে আটক করে এক বছরের কারাদণ্ড প্রদান করেন তৎকালীন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক সোহেল রানা।