ফেনী সদর ও পৌর জাতীয় পার্টির সম্মেলন
ফেনী | তারিখঃ September 8th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 919 বার
শহর প্রতিনিধি->>
ফেনী সদর উপজেলা ও পৌর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের একটি মিলনায়তনে ফেনী সদর উপজেলা ও পৌর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেনী-৩ আসনের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
সম্মেলন উদ্বোধন করেন জেলা জাতীয় পার্টির সভাপতি মোতাহের হোসেন চৌধুরী রাশেদ। জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাষ্টার মানু মিয়া পাটোয়ারীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল গনি পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হেনা খান পন্নী, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা রানী, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন ও শিক্ষা বিষয়ক সম্পাদক নিজানুর রহমান মিরু।

প্রধান বক্তা ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক জহির উদ্দিন মজুমদার ওরফে ভিপি জহির। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সভাপতি মজিবুর রহমান বাবু, সহ-সভাপতি আবদুল ওয়াদুদ, শাহরিয়ার ইকবাল, রফিকুল ইসলাম মজুমদার, সিরাজুল ইসলাম সিরাজ।
বক্তব্য রাখেন জেলা জাতয়ি পার্টির সভাপতি জহিরুল হক ভূইয়া, সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাফর উ্যলাহ খান, সদস্য সচিব রেজওয়ানুর রহমান সজিব, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক নুর আলম ওরফে আলম বাঁশি, মহিলা পার্টির আহ্বায়ক ফারহানা আইরিন, জেলা যুব সংহতিরন সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন আকবর। জেলা স্বেচ্চাসেবক পার্টির আহ্বায়ক খন্দকার নুর নবী প্রমুখ।
এসময় বিভিন্ন ইউনটের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে মতামতের ভিত্তিতে সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাফর উ্যলাহ খান ও সাধারণ সম্পাদক রেজওয়ানুর রহমান সজিব এবং পৌর জাতীয় পার্টি সভাপতি নুর আলম ওরফে আলম বাঁশি ও সাধারণ সম্পাদক ইমরান হোসেনের নাম ঘোষণা করেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদ।




