Feni (ফেনী)ফেনী

ফেনী সরকারি কলেজ শতবর্ষপূর্তি উৎসব হবে ২৪-২৫ ফেব্রুয়ারি’ ২০২৩

ফেনী | তারিখঃ November 30th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 555 বার

সংবাদ বিজ্ঞপ্তি->>

ঐতিহ্যবাহী ফেনী সরকারি কলেজের শতবর্ষপূর্তি উৎসব হবে ২০২৩ সালের ২৪-২৫ ফেব্রুয়ারি। রেজিস্ট্রেশন সর্বশেষ তারিখ ২০ জানুয়ারি ২০২৩ পর্যন্ত। ৩০ নভেম্বর বুধবার ফেনী সরকারি কলেজ শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালেবের সভাপতিত্বে ও সদস্য সচিব সহকারী অধ্যাপক হাবিবুর রহমানের সঞ্চালনায় ফেনী সরকারি কলেজ মিলনায়তনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় শতবর্ষপূর্তি উৎসব কমিটির সদস্যদের সম্মিলিত মতামতের ভিত্তিতে ও শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ফেনী-২ আসনের সংসদ সদস্য জনাব নিজাম উদ্দিন হাজারী মহোদয়ের সাথে পরামর্শক্রমে অনুষ্ঠান ও রেজিস্ট্রেশনের তারিখ পুনঃনির্ধারণ করা হয়।

ফেনী সরকারি কলেজ শতবর্ষপূর্তি উদযাপন পরিষদ এর সদস্য সচিব হাবিবুর রহমান জানান, পূর্বঘোষিত তারিখে শিক্ষক নিবন্ধন পরীক্ষা থাকায় এবং কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অনুরোধের প্রেক্ষিতে চলতি বছরের ২৪-২৫ ডিসেম্বরের পরিবর্তে ২০২৩ সালের ২৪-২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠানের তারিখ পুনঃনির্ধারণ করা হয়। পাশাপাশি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের তারিখ ২০২৩ সালের ২০ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়।

পূর্বের নির্ধারিত ঘোষণা অনুয়ায়ি প্রাক্তণ ছাত্রদের রেজিস্ট্রেশন ফি ৩ হাজার টাকা এবং বর্তমান ছাত্রতের রেজিস্ট্রেশন ফি ১ হাজার টাকা বহাল থাকবে। www.fgc100celebration.com লিংকে প্রবেশ করে পূর্বের ন্যায় অন-লাইনে রেজিস্ট্রেশন করা যাবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!