খেলা

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, যুবক গ্রেফতার

<![CDATA[

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় রাজবাড়ীর গোয়ালন্দ থেকে এসএম রাব্বি (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।

রাব্বি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপেরডাঙ্গি গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে।

ওসি স্বপন কুমার মজুমদার জানান, গত ২১ জুন একটি অনলাইন নিউজ পোর্টালে ‘আজ বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের কমেন্টস বক্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মানহানিকর মন্তব্য করেন রাব্বি। এ পরিপ্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে গত ২৩ জুন তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯/৩১(২) ধারায় মামলা রুজু করে।

আরও পড়ুন: বীর মুক্তিযোদ্ধাদের ‘গার্ড অব অনার’ নিয়ে কটূক্তি, ব্যবসায়ী কারাগারে

এরপর থেকে রাব্বি পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৭ নভেম্বর) দিবাগত রাতে তাকে ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়। সোমবার রাব্বিকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!