বাংলাদেশ

ফ্যাশনেবল পোশাক পরুন এই শীতে

<![CDATA[

শীত কি আপনাকে স্টাইলিশ থাকতে রুখে দিচ্ছে? এ ভাবনার অনেকেই ফ্যাশন বাঁচাতে গরম পোশাককে বিদায় দিয়ে আলিঙ্গন করে নিয়েছেন শীতকেই।

এই কাজটি মোটেও করতে যাবেন না। আজকাল রাস্তায় বের হলেই দেখা যায় অনেকেই শীতের মধ্যে গরম পোশাক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে এখানে সেখানে। এতে আপনি আপনারই বিপদ ডেকে আনছেন।

বাংলাদেশে জানুয়ারি মাস হলো সবচেয়ে শীতলতম মাস। এই সময়ে তাই আমরা সবচেয়ে বেশি শীত অনুভব করি। এই সময়ের শীতের হাওয়া আমাদের শরীরকে ভেদ করে হাড়ে গিয়ে পৌঁছায়। তাই শীতের এই সময়টাতে শীতের পোশাক পরতে অবহেলা করবেন না।

আরও পড়ুন: সর্দিকাশি মানেই করোনা নয়

বরং বেছে নিতে পারেন শীতের সব ফ্যাশনেবল পোশাককে। নিজে কাবু না হয়ে শীতকে কাবু করতে এই সময় তাই মেয়েরা বেছে নিতে পারেন লং ওভারকোটগুলো। এই ওভারকোটগুলো আগে একটু ভারী মানের থাকলেও এখন বাজারে ভারী ওভারকোটের পাশাপাশি স্টাইলিশ পাতলা ও হালকা ধরনের ওভারকোটও পাওয়া যাচ্ছে।

ছেলেরাও শীতে বেছে নিতে পারেন নিজের ব্যক্তিত্বের সঙ্গে মানানসই কোনো ওভারকোটকে। ওভার কোটের পাশাপাশি প্রাধান্য দিতে পারেন জ্যাকেট, কোর্ট আর ডিজাইনফুল সোয়েটারগুলোও।

ঢাকার নিউমার্কেট, চাঁদনী চক, এলিফ্যান্ট রোড, গাউছিয়া, নূরজাহান মার্কেট, বঙ্গবাজারের দোকানগুলোতে আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ডিজাইনের শীতের পোশাকটি।

আপনার বাজেট যদি কম হয় তাহলে কখনই ফিক্সড প্রাইজের দোকানগুলোতে ঢুঁকবেন না। বরং বিভিন্ন দোকানে এইসব পোশাক কেনার আগে অবশ্যই দামাদামি করে নেবেন।

আরও পড়ুন: ওষুধ ছাড়াই গভীর ঘুম হবে যে ফলে

বিভিন্ন শপিংমলের দোকানগুলোতে ডিজাইনফুল এসব পোশাক আপনি পেয়ে যাবেন ১০০০ থেকে ৩০০০ টাকার মধ্যেই। তবে আপনি যদি দামাদামিতে পারদর্শী হন তবে এর থেকে কম দামেও ওয়েস্টার্ন ডিজাইন করা পোশাকগুলো পেয়ে যাবেন আশা করি।

এইসব পোশাকের সাথে মানিয়ে আপনি সহজেই অন্যান্য গরম পোশাক যেমন টুপি, মাফলার, হ্যান্ড গ্ল্যাভস, পায়ে মোজা ও জুতো পরে নিতে পারেন। এতে আপনাকে অন্যদের চেয়ে বেশি স্টাইলিশ লাগবে। সেই সাথে শীতও আপনাকে আর কাবু করতে পারবে না।  

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!