ফ্রান্সকে আটকানোর পরিকল্পনা প্রস্তুত স্ক্যালোনির
<![CDATA[
আট বছর পর আর্জেন্টিনার সামনে ফের সুযোগ। ৩৬ বছরের অধরা বিশ্বকাপটা এবার ঘরে তোলার পথে চাই আর মাত্র একটি জয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে রোববার (১৮ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামে ফাইনালের লড়াইয়ে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। দীর্ঘ খরা ঘুচিয়ে আর্জেন্টিনাকে কাপ এনে দেওয়ার ব্যাপারে আশাবাদী আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। জানিয়েছেন ফাইনালে ফ্রান্সকে আটকাতে বিশেষ পরিকল্পনা আছে তার।
২০১৪ সালের পর বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির দল। ব্রাজিলের মাটিতে সেবার অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে মারিও গোটশের গোলে আর্জেন্টিনাকে হারিয়েছিল জার্মানি।
চার বছর পর রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা বিদায় নিয়েছিল শেষ ষোলো থেকেই। এই ফ্রান্সের কাছেই ৪-৩ গোলে হেরেছিল হোর্হে সাম্পাওলির দল। সে ম্যাচের পর এটাই প্রথম দেখা দুদলের। এবারের লড়াইয়ে আকাশি-সাদাদের জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।
তিনি বলেন, ‘আশা করি, আমরা শিরোপা জিততে পারব, আর সেটা হলে দুর্দান্ত হবে। আমরা জানি, কিভাবে তাদের (ফ্রান্স) আক্রমণ করতে হবে, আমাদের পরিষ্কার পরিকল্পনা আছে।’
আরও পড়ুন:ফাইনালের লড়াইটা মার্টিনেজ-লরিসেরও
স্ক্যালোনির আশা তার দল ফাইনালে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে যে রকম ফুটবল খেলেছে তার পুনরাবৃত্তি করবে। তবে, ম্যাচ টাইব্রেকারে গড়াক, তা তিনি চান না।
তিনি বলেন, ‘আশা করি, আমরা কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে যেভাবে খেলেছিলাম, এবারও একইরকম খেলতে পারব। তবে পেনাল্টি শুটআউটের যন্ত্রণা ছাড়াই ম্যাচ জিততে হবে।’
]]>