বিনোদন

ফ্রান্সে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে পাঁচ শিশুসহ ১০ জন নিহত

<![CDATA[

ফ্রান্সের লিওন শহরের কাছে একটি বহুতল ভবনে আগুনের ঘটনায় পাঁচ শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ খবরটি নিশ্চিত করেছে। খবর বিবিসির।

স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, লিয়ন শহরের ভলক্স-এন-ভেলিনের ফ্ল্যাটের সাততলায় শুক্রবার (১৬ ডিসেম্বর) ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়ে। মৃতের সংখ্যা নিশ্চিত করে তারা জানায়, চারজনের অবস্থা গুরুতর। এ ছাড়া আরও ১০ জন সামান্য আহত হয়েছেন।

বিবৃতিতে জানা যায়, স্থানীয় সময় রাত ৩টা ২৫ মিনিটে ১৭০ জন দমকলকর্মী ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আসেন।

আরও পড়ুন: পুলিশের সঙ্গে ফ্রান্স-মরক্কো সমর্থকদের সংঘর্ষ

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড ডারমানিন বলেন, ‘আগুন লাগার কারণ এখনও আমরা নিশ্চিত হতে পারিনি। নিহত শিশুদের সবার বয়স ৩ থেকে ১৫ বছরের মধ্যে।’ এ সময় তিনি অত্যন্ত কঠিন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকলকর্মীদের প্রশংসা করেন।

ফ্রান্সের স্বরাষ্ট্রসচিব বলেন, শুক্রবারের (১৬ ডিসেম্বর) পর আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!