ফ্রান্স-মরক্কো সেমিফাইনাল দেখতে কাতার যাচ্ছেন ম্যাক্রোঁ
<![CDATA[
কাতারের আল বায়েত স্টেডিয়ামে ১৫ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১ টায় বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। এ ম্যাচ দেখতে কাতার সফরে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
স্থানীয় সময় গত রোববার (১১ ডিসেম্বর) ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী অ্যামিলি উদিয়া ক্যাস্তেঁগা ম্যাক্রোঁর কাতার সফরের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ম্যাক্রোঁর কাতার সফরের বিষয়টি নিশ্চিত করলেও কবে-কখন তিনি এ সফরে যাবেন সে বিষয়ে বিস্তারিত জানাননি ক্যাস্তেঁগা। তিনি ফ্রান্সইনফো রেডিওকে বলেছেন, ‘তার (ম্যাক্রোঁ) ভ্রমণের বিষয়ে বিস্তারিত সূচি এখনো নির্ধারিত হয়নি। তবে তিনি অনেক আগেই এ প্রতিশ্রুতি দিয়েছিলেন।’
ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয় গত মাসেই জানিয়েছিল, ফ্রান্স ভালো খেললে বিশ্বকাপে দলের খেলা দেখতে কাতার যাবেন প্রেসিডেন্ট। তবে সেজন্য তিনি সেমিফাইনাল পর্যন্ত অপেক্ষা করবেন।
আরও পড়ুন: ফ্রান্স-মরক্কোর লড়াইয়ে এগিয়ে কে?
দ্বিতীয় সেমিফাইনালের হট ফেবারিট ফ্রান্স বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। এ পর্যন্ত তারা ১৬বার বিশ্বকাপের মঞ্চে অংশ নিয়েছে। দুবার হয়েছে চ্যাম্পিয়ন। আর একবার রানার্সআপ। এ পর্যন্ত মোট ছয়বার সেমিফাইনালে উঠেছে ফরাসিরা। কিন্তু তিনবারই বিদায় নিতে হয়েছে সেমিফাইনালের মঞ্চ থেকে।
ফ্রান্সের প্রতিপক্ষ আফ্রিকান দেশ মরক্কো এর আগে মোট পাঁচবার বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে। এবারই প্রথম আফ্রিকান কোনো দেশ হিসেবে সেমিফাইনালের স্বাদ পেতে যাচ্ছে মরক্কো।
]]>