বংশালে বাসার ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু
<![CDATA[
রাজধানীর বংশাল নাজিরাবাজার এলাকায় বাসার ছাদ থেকে নিচে পড়ে জাকিয়া হোসেন রাণী (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নাজিরাবাজার পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে ওই নারীর মৃত্যু হয়।
আরও পড়ুন: কারাগারে দগ্ধ সেই জাহাঙ্গীরের মৃত্যু
তার খালু আবুল হোসেন জানান, রাণী দুই ছেলেকে নিয়ে নাজিরাবাজারের ওই বাসার ৫ম তলায় থাকতেন। সন্ধ্যায় ছাদে যান রোদে শুকানো কাপড় আনতে। ছাদে মোবাইল ফোনে কথা বলতে বলতে অসাবধানতাবসত ছাদ থেকে নিচে পড়ে যান। দেখতে পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, গত ৪ বছর আগে স্বামী আলী হোসেনের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
]]>




