খেলা

বক্স অফিসে যেমন জমছে ‘সার্কাস’

<![CDATA[

মাত্র একদিন আগে মুক্তি পেল রণবীর সিং অভিনীত বলিউড সিনেমা ‘সার্কাস’। তবে ছবিটি এখন পর্যন্ত বক্সঅফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি ।

শনিবার সারা দিনে এই ছবি মোট আয় করেছে ৬.৪০ কোটি টাকা। রোববার বারও প্রায় একই পরিমাণ আয় করেছে।  দু’দিন মিলিয়ে আয়ের পরিমাণ ১২.৬৫ টাকা। দেশের বক্সঅফিস থেকে মাত্র এই পরিমাণ রোজগার মোটেই ভালো নয়। বিশেষ করে বড়দিনের সময়ে যেখানে অনেকেই ছুটি কাটাচ্ছেন, তার মধ্যে এই ছবি যে খুব ভালো ফল করতে পারল না, তা মোটেই কাঙ্ক্ষিত নয়। বিশেষ করে, ভারতের বাজারেই যখন হলিউডের ছবি ‘অবতার ২’ ২০০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে, সেখানে ‘সার্কাস’-এর এই আয় ভারতীয় ছবির জন্য হতাশাজনক।

 

বলিউড বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ টুইট করেছেন, ‘সার্কাসের উপর দিকে ধাক্কা বয়েই চলেছে। প্রথম দিনের খারাপ বাণিজ্যের পরে দ্বিতীয় দিনেও একই হাল। মহারাষ্ট্র আর গুজরাটের মতো জায়গা, যেখানে রোহিত শেঠির ছবি ভালো চলে, সেখানেই এই ছবি দর্শকদের বিশেষ মন জয় করতে পারেনি। এখন ক্রিসমাসের সন্ধ্যার অপেক্ষা। সেখানে এই ছবি কেমন ফল করে, তা দেখার অপেক্ষা সকলের।’
 

আরও পড়ুন: বিগ বস ১৬ কাঁপাচ্ছে দুই বাঙালি অভিনেত্রী!

যদিও ‘সার্কাস’ নিয়ে রীতিমতো প্রত্যাশা ছিল সব মহলেই। শেক্সপিয়ারের ‘দ্য কমেডি অব এররস’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবিটি। রণবীর ছাড়াও বহু নামী অভিনেতা-অভিনেত্রী অভিনয় করেছেন এই ছবিতে। এমনকী দীপিকা পাডুকোনকেও দেখা গিয়েছে একটি গানে। কিন্তু তার পরেও এই ছবি বক্সঅফিসে বিশেষ সাফল্য লাভ করতে পারেনি।

ছবিটিতে অভিনয় করেছেন বরুণ শর্মা, জ্যাকলিন ফার্নান্ডেজ, পূজা হেগড়ে, জনি লিভারসহ আরো অনেকে। আর পরিচালনা করেছেন ‘সিম্বা’, ‘সূর্যবংশী’ নির্মাতা রোহিত শেঠি। 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!