বাংলাদেশ

বগুড়ায় গোপন বৈঠক থেকে জেএমবি নেতা গ্রেফতার

<![CDATA[

বগুড়ার গাবতলী উপজেলায় গোপন বৈঠক করার সময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) পলাতক নেতা ওয়ালিউল্লাহকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ জানুয়ারি) গাবতলী থানার গোলাবাড়ি এলাকায় একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওয়ালিউল্লাহ অলি উপজেলার মহিষাবান ইউনিয়নের কর্ণিপাড়া গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে।

আরও পড়ুন: আরও ৩ জঙ্গিকে গ্রেফতারের পর নতুন তথ্য দিল পুলিশ

পুলিশ জানায়, গ্রেফতার ওয়ালিউল্লাহর বিরুদ্ধে গাবতলী থানায় ২০১৭ সালের সন্ত্রাসবিরোধ আইনে একটি নাশকতা মামলা আছে। ওই মামলায় তিনি আত্মগোপনে ছিলেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছেন। নিষিদ্ধ সংগঠন জেএমবির আরও ৭ থেকে ৮ জন সদস্যকে নিয়ে করা এ গোপন বৈঠকের মূল উদ্দেশ্য ছিল দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা। গ্রেফতারের পর ওয়ালিউল্লাহর দেয়া তথ্য মতে তার ভাড়া বাসার একটি ঘর থেকে ২৩টি নিষিদ্ধ জিহাদ সংক্রান্ত বই উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: বান্দরবানে অস্ত্র ও গোলাবারুদসহ ৩ জঙ্গি গ্রেফতার

সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী বলেন, পলাতক জঙ্গি নেতা ওয়ালিউল্লাহ ও তার সহযোগী জামাত আলীর নামে গাবতলী থানায় সন্ত্রাস দমন আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!