বগুড়ায় রঞ্জু হত্যা মামলায় ১২ আসামির যাবজ্জীবন
<![CDATA[
বগুড়া সদর উপজেলার বড় কুমিরায় ক্যাবল অপারেটর রঞ্জু সরদার হত্যা মামলায় ১২ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার (২ জানুয়ারি) এই রায় ঘোষণা করেন বগুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল।
কারাদণ্ডের পাশাপাশি আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। এদিন রায় ঘোষণার সময় হত্যা মামলার ৫ জন আসামি আদালতে হাজির ছিলেন। বাকি ৮ আসামির একজন মৃত্যুবরণ করেছেন এবং অপর ৭ জন পলাতক রয়েছেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: মো. রিপন শেখ, মো. রাজু শেখ, রিজু শেখ, আইনুল ইসলাম, মো. একরাম হোসেন, খয়বর আলী, আজগর আলী, সিরাজুল ইসলাম, মো. জিন্নাহ প্রামাণিক, মাহফুজার রহমান ও আশরাফুল ইসলাম আশরাফ।
আরও পড়ুন: চট্টগ্রামে অজ্ঞানপার্টির ভয়াবহ অপারেশন: ৩ সদস্য গ্রেফতার
মামলার এজাহার থেকে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ২০১২ সালের ৭ জুলাই বগুড়া সদরের বড় কুমিরার বিএড কলেজের সামনে ক্যাবল অপারেটর রঞ্জু সরদারকে কুপিয়ে হত্যা করে সংঘবদ্ধ একটি চক্র। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা আজহার আলী সরদার। পরে ২০১৩ সালের ৫ জুন ১৩ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
]]>




