জাতীয়বাংলাদেশরাজনীতি
Trending

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, ছাত্রলীগ নেতা বহিষ্কার

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় আরিফ খান জয় নামে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার এক ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২২ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিমুন সরকারের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।


বহিস্কৃত জয় বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দিন স্মৃতি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

বিজ্ঞপ্তিতে আরিফ খান জয়কে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে আগামী তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে জবাব সন্তোষজনক না হলে তাকে সংগঠন থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ প্রদানের কথাও উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে।
 
গত ১৫ আগস্ট শোক দিবসের র‌্যালিতে মোবাইলে একটি ভিডিওতে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করা হয়। ১৫ সেকেন্ডের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে গত বুধবার উপজেলা আইনশৃঙ্খলা সভায় বিষয়টি নজরে নিয়ে আসেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জুলফিকার আলী। তিনি তার বক্তব্যে বঙ্গবন্ধুকে নিয়ে এমন বক্তব্যের জন্য ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও নজরে আসে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের। ভিডিওটি যাচাই বাছাই করে প্রাথমিকভাবে অভিযোগ সত্যতা পাওয়ায় আজ তাকে সাময়িক বহিষ্কার করা হয়।
 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!