বঙ্গবন্ধুর আমলে ৯ ভাগ প্রবৃদ্ধি হয়েছিল, আর কেউ পারেনি: প্রধানমন্ত্রী
<![CDATA[
বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর আমলে প্রবৃদ্ধি ৯ ভাগ অর্জিত হয়েছিল, এরপর আর কেউ তা পারেনি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, মাত্র সাড়ে তিন বছরের মধ্যে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলেছিলেন তিনি। তার ভরসা ছিল একমাত্র এই দেশের মানুষ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর অনেক বিদেশি সাংবাদিক বঙ্গবন্ধুকে প্রশ্ন করেছিল: এই দেশে তো কোনো কিছু নেই, যুদ্ধবিধ্বস্ত এই দেশ কীভাবে গড়বেন আপনি? উত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, ‘আমার মাটি আছে, মানুষ আছে, সেই মাটি-মানুষ দিয়েই আমার দেশ গড়ে তুলব।’ সেটি তিনি প্রমাণ করেছিলেন।
শেখ হাসিনা বলেন, ‘আর কয়েকটি বছর যদি তিনি (বঙ্গবন্ধু) হাতে সময় পেতেন, স্বাধীনতার ১০ বছরের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারত। সেই সাহস, কর্মদক্ষতা, সেই পরিকল্পনা তার ছিল।’
আরও পড়ুন : আওয়ামী লীগ যে কথা বলে, সে কথা রাখে: প্রধানমন্ত্রী
‘কিন্তু আমাদের দুর্ভাগ্য, যারা স্বাধীনতাই চায়নি, যারা আমাদের বাংলাদেশ রাষ্ট্রই চায়নি, তাদের ষড়যন্ত্র থেমে থাকেনি। সেই সঙ্গে তাদের দোসররা মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে উন্মুখ ছিল। যখন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই বঙ্গবন্ধুসহ তার পরিবারকে হত্যা করল। আমরা পরিবার হারিয়েছি, কিন্তু বাংলাদেশের মানুষ তো তাদের বেঁচে থাকার স্বপ্নকেই হারিয়েছে,’ বলেন আওয়ামী লীগ সভানেত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘পৃথিবীর ইতিহাসে যেসব দেশ বিপ্লব করেছে, তাদের সহযোগিতা করেছে যে মিত্র শক্তি, স্বাধীনতার পরে সেই মিত্রশক্তি কিন্তু আর ফেরত যায়নি। এখনও অনেক দেশে মিত্র শক্তির সৈন্য রয়েছে। কিন্তু মাত্র এক বছরের মধ্যে বাংলাদেশ থেকে মাত্র এক বছরের মধ্যে ভারতীয় সৈন্য ফেরত গিয়েছিল।’
]]>