বিনোদন

বছরের প্রথম গ্র্যান্ডস্লামে প্রত্যাশিত জয় তারকাদের

<![CDATA[

শুরু হলো বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন। জোকোভিচ ফেরায় স্বস্তি। দ্বিতীয় রাউন্ডে উঠেছেন রাদুকানু, কোকো গাফ ইনজুরিতে ছিটকে গেলেন কিরগিয়স।

মেলবোর্নে রড লেভার অ্যারেনায় বছরের প্রথম গ্র্যান্ডস্লাম ঘিরে উৎসবে মেতে ওঠেন সমর্থকরা। অস্ট্রেলিয়ান ওপেন এবার ফিরে পেয়েছে প্রাণের স্পন্দন। গত বছর করোনার টিকা না নেয়ায় খেলতে পারেননি জোকোভিচ। এবার ফেবারিটদের পদচারণায় মুখর অস্ট্রেলিয়ান ওপেন। তাই সমর্থকরাও খুশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর দেখার সুযোগ পেয়ে।

অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম দিনেই প্রত্যাশিত জয় পেয়েছেন ইউএস ওপেনের সাবেক চ্যাম্পিয়ন এমা রাদুকানু। প্রথম রাউন্ডে জার্মানির তামারা করপাচকে ৬-৩ ও ৬-২ গেমে হারিয়েছেন ব্রিটিশ তারকা। হাঁটুর ইনজুরির সঙ্গে লড়াই করছেন রাদুকানু। তারপরেও প্রতিবন্ধকতা জয় করতে পেরে খুশি ব্রিটিশদের নয়নের মনি।

আরও পড়ুন:  অবশেষে অস্ট্রেলিয়ায় প্রবেশ করলেন জোকোভিচ

রাদুকানুর মতই দ্বিতীয় রাউন্ডে বেশ স্বাচ্ছন্দ্যেই পা রেখেছেন কোকো গাফ। যুক্তরাষ্ট্রের গাফের কাছে টিকতেই পারেননি চেক প্রজাতন্ত্রের ক্যাটেরিনা সিনিয়াকোভা। ৬-১ ও ৬-৪ গেমে হেরেছেন তিনি। দ্বিতীয় রাউন্ডে রাদুকানুর মুখোমুখি হবেন গাফ। তবে বেশ ঘাম ঝরাতে হয়েছে গেল বছর অস্ট্রেলিয়ান ওপেনের রানার্সআপ ড্যানিয়েল কলিন্সকে। দ্বিতীয় রাউন্ডে ওঠার পথে তাকে বেশ চ্যালেঞ্জের মুখে ফেলে দেন রাশিয়ার অ্যানা ক্যালিন্সকায়া। শেষ পর্যন্ত ৭-৫, ৫-৭ ও ৬-৪ গেমের জয় নিয়ে দ্বিতীয় উঠে যান কলিন্স।

এ ছাড়া নারী এককে রোমানিয়ার জ্যাকুলিন ক্রিস্টেনকে ৬-০, ৬-১ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা। এ ছাড়া অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম দিনেই ফেবারিটদের ভিড়ে আলো কেড়ে নিয়েছেন ১৭ বছর বয়সী চীনের জানশেং শ্যাং।

পুরুষ এককে শুরুতেই হতাশার খবর শুনিয়েছেন নিক কিরগিয়স। কথা ছিল প্রথম রাউন্ডে নেমে পড়বেন রোমান সিফুলিনের বিপক্ষে। কিন্তু হাটুর পুরানো চোটে শেষ পর্যন্ত নাম প্রত্যাহার করে নিতে হলো কিরগিয়সকে।

পুরুষ এককে প্রত্যাশিত জয় পেয়েছেন ইয়ানিক সিনার। ইতালিয়ান তারকার সঙ্গে প্রথম রাউন্ডে লড়াই করেও টিকতে পারেননি কাইল আমান্ড। ব্রিটিশ তারকাকে ৬-৪, ৬-০ ও ৬-২ গেমে হারিয়েছেন সিনার।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!