বছরের শেষটা জয়ে রাঙানোর সুযোগ বাংলাদেশের সামনে
<![CDATA[
সাদা পোশাকে বছরের শেষটা রাঙানোর সুযোগ বাংলাদেশের সামনে। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হচ্ছে দুদল। ম্যাচের আগে টাইগার স্কোয়াডে স্বস্তির খবর, অধিনায়ক সাকিব আল হাসানের ম্যাচের আগে ফিট হয়ে ওঠা। কঠিন হলেও সিরিজে সমতায় ফিরতে চায় বাংলাদেশ। অন্যদিকে মিরপুরের উইকেটের সঙ্গে ভারতকে ভাবাচ্ছে চোট জর্জরিত স্কোয়াড। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায়।
ম্যাচের আগের দিনও ঐচ্ছিক অনুশীলন করেছে বাংলাদেশ। ছিলেন না সাকিব, লিটন, মিরাজসহ অনেক সিনিয়র ক্যাম্পেইনার। তবুও মিলেছে স্বস্তির খবর । ফুলফিট সাকিব আর তাসকিন। চট্টগ্রামে দ্বিতীয় দিনের পর আর বল না করা সাকিব বল করবেন এই টেস্টে। টেস্ট জিততে ফিল্ডারদের আরও দ্বায়িত্বশীল হওয়ার পরামর্শ বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের।
তিনি বলেন, ‘সাকিব ঠিক আছে, সে পুরোপুরি ফিট এবং বোলিং করবে। শেষ টেস্টে সিরাজ আর উমেশ যাদবের থেকেও আমাদের পেসারদের শেখার আছে। তাসকিনও ভালো আছে। আমরা প্রথম টেস্টে বেশকিছু সহজ ক্যাচ মিস করেছি কিন্তু এই লেভেলের ক্রিকেটে আপনি এটা করতে পারেন না। আমরা আশা করছি এই টেস্টে এটার পুনরাবৃত্তি হবে না।’
আরও পড়ুন:দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
চট্টলায় তিনে ইয়াসির রাব্বি নিয়ে বাজিটা হয়েছে বুমেরাং। তাই তার জায়গায় তাই মুমিনুলের ফেরাটা অনেকটাই নিশ্চিত। গুঞ্জন আছে মাহমুদুল হাসান জয়কে নিয়েও। তবে সোহানের বাদ পড়াটা প্রায় নিশ্চিত। একাদশের বাকি নামগুলো প্রত্যাশিতই।
ডোনাল্ড বলেন, ‘আমি মনে করি আমরা আগের ফর্মুলাতেই যাব। তিন স্পিনার আর দুই পেসারই খেলবে। আমরা জেতার জন্যই খেলব এবং আপনি যেখানেই খেলেন না কেন নিজের সর্বোচ্চটা দিতে হবে। ভারতীয় ব্যাটাররা রানের জন্য ক্ষুধার্ত। বিরাটও তেতে আছে। তাদের দ্রুত ফেরাতে হবে। প্রথম টেস্টে আমরা যেমনটা করেছিলাম।’
আরও পড়ুন:ঢাকা টেস্টে মাঠে নামছে বাংলাদেশ ও ভারত
অন্যদিকে রোহিতের পরিবর্তে টিম ইন্ডিয়ার দায়িত্ব পাওয়া লোকেশ রাহুলও ম্যাচের আগের দিন পেয়েছেন আঘাত। তাকে পর্যবেক্ষণে রাখছে ভারতীয় ম্যানেজমেন্ট। ঢাকা টেস্টের আগে ঘুরে ফিরেই আসলো মিরপুরের স্পিনিং উইকেট প্রসঙ্গ। এ নিয়ে পিচ কিউরেটরের রুমে গিয়েও কথা বলেছেন কোচ রাহুল দ্রাবিড়।
ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেন, ‘লোকেশ রাহুলের প্রথমিক অবস্থা দেখে ভালো মনে হয়েছে। প্রথম টেস্টে আমাদের ব্যাটসম্যানরা দারুণ করেছে। যদিও আমাদেরও ভালো মানের স্পিনার আছে তবুও মিরপুরে কাজটা সহজ হবে না।’
শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এ নিয়ে তৃতীয় টেস্ট খেলতে নামছে দুদল। শেষটা হয়েছিল ১ যুগ আগে, যে ম্যাচে টাইগাররা হেরেছিল ১০ উইকেটে।
]]>




