বড়দিনের আনন্দ ছড়িয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও
<![CDATA[
বিশ্বকাপ জয়ের পর প্রথম বড়দিন পালন করেছেন মেসি-ডি মারিয়ারা। আনন্দের বার্তা ছড়িয়ে দিয়েছেন মোহামেদ সালাহ, নেইমার, এমবাপ্পে, আর্লিং হলান্ডের মতো তারকা ফুটবলাররা। আনন্দ ভাগাভাগি করে নিতে বিশেষ আয়োজন করেছে ইংলিশ ক্লাব লিভারপুল আর জার্মানির বায়ার্ন মিউনিখ।
শান্তির বার্তা নিয়ে, পুরনোকে ভুলে নতুনের উদ্যমতা। উপহার নিয়ে এসেছেন সান্তা ক্লজ।
বড়দিনের আনন্দ-উদ্দীপনা আর আমেজ ছড়িয়ে পড়েছে ক্রীড়াঙ্গনেও। এবারের বড়দিন সবচেয়ে বিশেষ আর্জেন্টাইনদের মাঝে। কিছুদিন আগেই বিশ্বকাপ জিতেছে দেশটি। তাই গেলো দুই বছরে তাদের তিনটি ট্রফির ছবি দিয়েই সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
আরও পড়ুন: মার্টিনেজকে আর দলে চান না অ্যাস্টন ভিলা কোচ!
পরিবারের সঙ্গে বড়দিনের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন বিশ্বকাপজয়ী অ্যাঞ্জেল ডি মারিয়া। এই আনন্দকে অন্যরকম বলছেন ফাইনালে গোল করা এই ফুটবলার।
ইংল্যান্ডের ঘরোয়া ফুটবল চলছে । তাই ক্লাবেই বড়দিন পালন করতে হচ্ছে ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হলান্ডকে। সাদামাটা পোশাকে তিনি শান্তির বার্তা দিয়েছেন ভক্তদের। এদিকে লিভারপুল স্ট্রাইকার মোহামেদ সালাহ বড়দিন পালন করেছেন পরিবারের সদস্যদের নিয়েই।
অন্যদিকে ফ্রান্স বিশ্বকাপ হেরে গেলেও, বড়দিনে তাদের নতুন শুরুর শপথ। দেশটির সফল ক্লাব পিএসজির ফুটবলার এমবাপ্পে, নেইমার, রামোসরা বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের।
আরও পড়ুন: শূন্যস্থান পূরণ করলেন ডি মারিয়া
কম যায়নি জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখও। পুরো দল একত্রে আনন্দ ভাগাভাগি করে নিয়ে সবাইকে আনন্দের বার্তা ছড়িয়ে দিয়েছেন।
এছাড়া, বড় দিনের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক জার্মান কিংবদন্তি লোথার ম্যাথুউজ, স্প্যানিশ তারকা আন্দ্রেস ইনিয়েস্তারা।
]]>




