বড়দিনে পরিবার নিয়ে ভিন্ন উদ্যাপন শুভশ্রীর
<![CDATA[
জাঁকজমক কোনো আয়োজন বা পার্টি কিংবা কোনো দামী রেস্তোরায়য় খাওয়া দাওয়া নয়, বড়দিনে একটু অন্যভাবে পরিকল্পনা করলেন শুভশ্রী। ছেলেকে নিয়ে গেলেন কংক্রিটের জঙ্গল থেকে বহুদূরে, নিজের গ্রামের বাড়িতে।
সারাদিন যেন স্নিগ্ধ আর জঞ্জালহীন সময় পার করলেন টলিউড তারকা শুভশ্রী আর রাজ চক্রবর্তী। সঙ্গে ছিল পুত্র ইউভান। শহরের কোলাহল ফেলে প্রকৃতির কাছাকাছি চলে গেলেন তারা। আর সারা দিনের সেইসব মুহূর্ত ক্যামেরাবন্দী করে ভক্ত-অনুরাগীদের সাথে শেয়ারও করে নিলেন।
একাধারে টলিউডের নায়িকা, পরিচালকের স্ত্রী, সম্মানিত বিধায়ক, আবার ইউভানের মাও বটে শুভশ্রী। সবকিছু সামলে স্বস্তির শ্বাস নিতে গেলেন নিজের গ্রামের বাড়িতে।
ইনস্টায় শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, নিজ হাতে বাড়ির অর্গানিক সবজি, ধনেপাতা, বেগুন তুলছেন শুভশ্রী। বালতি করে মাছ ধরে আনা, ইউভানকে সাইকেলে করে ঘোরানো, বাড়ির উঠানে বসে বিশ্রাম করা, নানা ধরনের পাখির ডাক- সব মিলিয়ে অন্য রকম পরিবেশ। ছেলে ইউভানকে এমনই এক অন্য রকম বড়দিন উপহার দিলেন শুভশ্রী। ফ্রেমবন্দি করলেন প্রতিটা মুহূর্ত।
আরও পড়ুন: মিঠুনের সেটে খাবার দিতেন দেবের বাবা; এখন তার ছবির প্রযোজক তিনি
ভিডিওর একেবারে শেষে দেখা গেল শুভশ্রীকে চুমু খাচ্ছেন রাজ। সাদা পোশাকে দুজনকেই খুব স্নিগ্ধ দেখাচ্ছে। ভিডিওর ক্যাপশনে অবশ্য সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাতেই শুভশ্রী লিখেছেন ‘মেরি ক্রিস্টমাস’।
তাই বলা যেতে পারে, বাকিদের তুলনায় রাজ-শুভশ্রী বড়দিনটা একটু অন্যভাবে কাটালেন। আপাতত ছুটির মেজাজ। নতুন বছরে শুভশ্রী শুরু করবেন নতুন কাজ।
]]>