বনশ্রীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত
<![CDATA[
রাজধানীর বনশ্রীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আনিসুর রহমান (২০) নামে এক যুবক আহত হয়েছেন। শনিবার (১২ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া বন্ধু মুনারুল ইসলাম জানান, তাদের বাড়ি গাইবান্ধার শাঘাটা উপজেলার দেলোয়াবাড়ি গ্রামে। তার বাবার নাম আ. জব্বার। তারা দুজনই টাইলস মিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করেন।
তিনি জানান, গ্রাম থেকে শনিবারই তারা ঢাকায় আসেন। রামপুরা থেকে একটি বাসে করে বনশ্রী ফরাজি হাসপাতালের সামনে নামেন। বাস থেকে নামার সঙ্গে সঙ্গে পাঁচ ব্যক্তি এসে তাদের ঘিরে ফেলে। ধারালো অস্ত্র ঠেকিয়ে তাদের সঙ্গে যা আছে সব বের করে দিতে বলে।
এরপর মুনারুলকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে ফেলে দেয়। কিছুক্ষণ পর তিনি সেখান থেকে রাস্তায় উঠে তার বন্ধু আনিসুর ও ওই ছিনতাইকারীদের কাউকেই দেখতে পান না।
আরও পড়ুন: খিলক্ষেতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
পরে আনিসুরের মোবাইল ফোনে কল দিলে এক সিএনজি চালক ফোন রিসিভ করে বলেন, রক্তাক্ত অবস্থায় তার সিএনজিতে রয়েছে আনিসুর। তখন তিনিও ওই সিএনজিতে করে হাসপাতালে নিয়ে যান তাকে।
সিএনজি অটোরিকশা চালক মো. হালিম হাওলাদার জানান, ফরাজী হাসপাতালে সামনে দিয়ে যাওয়ার সময় রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ওই যুবককে দেখতে পান। তখন ওই যুবক হাত দিয়ে তাকে ইশারা দিয়ে ডাকেন। তখন অটোচালক নেমে দেখেন পাঁজরের পাশে আঘাত এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। এরপর তার বন্ধুর সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে যান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, তার অবস্থা গুরুতর। জরুরী বিভাগে ভর্তি রাখা হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।
]]>




