বন্দরের বহির্নোঙরে বিপুল বৈদেশিক মুদ্রা-তেলসহ আটক ৬
<![CDATA[
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিপুল বৈদেশিক মুদ্রা ও অবৈধভাবে সংগ্রহ করা তেলসহ ৬ জনকে আটক
করেছেন কোস্ট গার্ড সদস্যরা। এছাড়া বরিশালের কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী লঞ্চ থেকে ২০ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর কোস্ট গার্ড সদর দফতরে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এতথ্য জানান।
তিনি বলেন, বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বৈদেশিক বাণিজ্যিক জাহাজ থেকে প্রয়োজনীয় রসদ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অনুমোদিত এজেন্সি মারফত সরবরাহ করা হয়ে থাকে। তবে কতিপয় অসাধু ব্যবসায়ী ও চোরাকারবারী কোনো এজেন্সি বা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিভিন্ন সময় বিভিন্ন বৈদেশিক জাহাজের রসদ, গ্যাস সিলিন্ডার, অবৈধ মোবাইল সিম কার্ড ও অন্যান্য পণ্য শুল্ক ফাঁকি দিয়ে পাচার করে আসছিল বলে জানা গেছে।
এ পাচারের সুযোগ নিয়ে প্রায়ই বিভিন্ন জাহাজে ছিচকে চুরি ও ডাকাতির ঘটনাও ঘটে থাকে। যার ফলে বন্দর ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। একটি অসাধু চক্র বন্দরের বহির্নোঙরে অবস্থিত এমভি বিএও ওয়াই ইউ জাহাজে শুল্ক ফাঁকি দিয়ে খাদ্যদ্রব্য, গ্যাস সিলিন্ডার ও মোবাইল সিম কার্ড ডলারের বিনিময়ে পাচার করছে–গোপনে এ সংবাদ পাওয়ার পর বেলা ৩ টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬ সোনার বার উদ্ধার
এ কর্মকর্তা জানান, অভিযান চলাকালে এমভি বিএও ওয়াই ইউ জাহাজের পাশে একটি স্পিড বোটের গতিবিধি সন্দেহ হলে কোস্ট গার্ড সদস্যরা সেটিকে ধাওয়া দেন। এ সময় বোট ও বোটে থাকা ৬ ব্যক্তিকে তল্লাশি করে আনুমানিক দেড় লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা, ৬৪০ লিটার ডিজেল, ১০০০ শলাকা বিদেশি সিগারেট, ৭টি মোবাইল সেট ও পাচারকাজে ব্যবহৃত স্পিড বোটটি জব্দ করা হয়। আটক ব্যক্তিদের এবং জব্দকৃত মালামাল পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, এদিকে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ কোস্টগার্ড স্টেশন বরিশাল লেফটেন্যান্ট এম আতাহার আলীর নেতৃত্বে সদর উপজেলাধীন কীর্তনখোলা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা হতে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ (এম ভি সুরভী-০৭) তল্লাশি করে ২টি ব্যাগ থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয় এবং গাঁজা বহনকারী নুর মোহাম্মদ রমজান (২৩) নামে ১ ব্যক্তিকে আটক করা হয়।
আটক রমজান মো. কবির মিয়ার ছেলে, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন চরচাতোলা গ্রামের বাসিন্দা। পরে জব্দ গাঁজা ও আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল সদর থানায় হস্তান্তর করা হয়।
]]>




