বিনোদন

বরগুনায় বাসচাপায় দুই ভাই নিহত

<![CDATA[

ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলীতে বাসচাপায় দুই ভাই নিহত হয়েছেন। সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আমতলী উপজেলার কেওড়াবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন: আমতলী উপজেলার পূর্ব চুনাখালী গ্রামের ইসরাইল আকনের ছেলে আলম আকন ও আব্দুল্লাহ। মরদেহ আমতলী উপজেলা হাসপাতালে রেখেছে পুলিশ। এ ছাড়া বাসটি জব্দ করা হলেও পালিয়ে গেছে এর চালক ও সহযোগী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ভ্যানে করে আমতলী পূর্ব চুনাখালী গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন ভাঙারি ব্যবসায়ী আলম আকন ও আব্দুল্লাহ। এ সময় ঢাকা-কুয়াকাটা মহাসড়কের কেওড়াবুনিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী রোমার-সোনালী পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন তারা। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে আমতলী উপজেলা হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আমতলী উপজেলা হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা গেলেও চালক এবং চালকের সহযোগী পালিয়ে গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!