বরিশালের চেয়ারম্যান হলেন একেএম জাহাঙ্গীর
<![CDATA[
বরিশাল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে বরিশাল সার্কিট হাউজের সভাকক্ষে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে এ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
জসীম উদ্দীন হায়দার জানান , চেয়ারম্যান পদে আসাদুজ্জামান আসাদ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় নৌকার প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। একইভাবে সাধারণ সদস্যের ৩টি পদে (৮, ৯ ও ১০নং ওয়ার্ড) এবং সংরক্ষিত সদস্যের ২টি পদে (১ ও ৪নং ওয়ার্ড) প্রার্থী না থাকায় তাদেরকেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ঊনসত্তরের আন্দোলন থেকেই ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত। ১৯৮৯ সালে বরিশাল কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ মনোনীত ১৫ টি পদের মধ্যে ১৪ টি পদসহ ভিপি নির্বাচিত হন। ১৯৯২ সালে আইন পেশায় যোগদান করেন তিনি। এরপর ২০০৩ সালে মহানগর আওয়ামী লীগের কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন। ২০১৬ সালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ২০১৯ সালে মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন তিনি। এছাড়া একই বছর বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পান।
আরও পড়ুন: কুমিল্লায়-বিনা-প্রতিদ্বন্দ্বিতায়-চেয়ারম্যান-হলেন-বাবলু
এবার বরিশাল জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্যের ৭টি পদের বিপরীতে ২৪ প্রার্থীকে এবং ২টি সংরক্ষিত পদের বিপরীতে ৯ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়। ৪টি ওয়ার্ডের ৭টি কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার ১ হাজার ২শ’ ৮৭জন।
]]>